ইউল্যাবে ‘কন্ডিশনিং’ শীর্ষক সিআই ‘১৯ অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের ‘কন্ডিশনিং’ শীর্ষক শরৎকালীন কারিকুলাম ইন্টিগ্রেশন (সিআই) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ৭ নভেম্বর ২০১৯ সকাল নয়টায় ইউল্যাবের নিজস্ব শিক্ষানবিসি কার্যক্রম পিআরফরইউ-এর পরিচালনায় ধানমণ্ডি শংকরে অবস্থিত ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় এমএসজে বিভাগের বিভাগীয় প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো’র বক্তব্যের মধ্য দিয়ে।
এমএসজে বিভাগের সহযোগীদের উপস্থিতিতে ‘কন্ডিশনিং’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এমএসজে বিভাগের সহকারী অধ্যাপক ড. সরকার বারবাক কারমাল এবং ওয়াফি আজিজ সাত্তার। প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটির প্রথম অংশের সমাপ্তি হয়।
বিরতির পর বিষয় সম্পর্কিত একটি আলোচনা পর্বে বিশেষ অতিথি লেখক ও সঙ্গীতশিল্পী অরূপ রাহী, সাথে ইউল্যাবের দুই সহকারী অধ্যাপক, জেনারেল এডুকেশন বিভাগ (জিইডি) থেকে অবন্তী হারুন ও এমএসজে থেকে হাবিব এম. আলি অংশ নেন। মডারেটরের দায়িত্বে কাজী মাহমুদুর রহমান বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশ্নের মাধ্যমে আলাপটি পরিচালনা করে উপস্থিত শিক্ষার্থীদের জন্য ‘কন্ডিশনিং’-এর বিষয় বস্তু সহজতর করেন।
অনুষ্ঠানটির সমাপ্তিতে প্রধান অতিথিকে সম্মাননা এবং ভোট অব থ্যাংকস প্রদান করা হয়।